শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন
গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৮২তম জন্ম বার্ষিকী দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে। ১৯ জানুয়ারী শুক্রবার বিকেল সাড়ে ৪ ঘটিকার সময় দলীয় কার্যালয়ে সাপাহার উপজেলা বিএনপির সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুন নুর এর সভাপতিত্বে আলোচনা ও দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বেনু,সহ-সভাপতি আব্দুল মান্নান,বদিউজ্জামান,সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, যুবদলের সম্পাদক জয়নাল আবেদীন,মুকুল,মাহফুজুল হক চৌধুরী,ছাত্রদলের সম্পাদক আবু দাউদ,সহ সভাপতি সাহেব,সহ-সম্পাদক হাসনাত রেজা, ছাত্রদল নেতা সোহেল প্রমুখ।দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কেক কাটা ও দোয়ার অনুষ্ঠানের পর বক্তারা বলেন দেশ মাটি ও মানুষের জন্য নিবেদিত প্রান সফল রাষ্ট নায়ক,সহজ সরল,ও অসাধারন দেশপ্রেমিক ছিলেন শহীদ জিয়াউর রহমান তার এই জন্ম দিনে তার পরিবারের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে, জুলুম অত্যাচারী সরকারের পদত্যাগ চেয়ে নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিয়ে সাধারন মানুষের মাঝে শান্তি ফিরিয়ে দিতে আহবান জানান। এসময় দলীয় কার্যালদের দলের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।