সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন

সান্তোসে ফিরেই ম্যাচসেরা হলেন নেইমার

সান্তোসে ফিরেই ম্যাচসেরা হলেন নেইমার

স্পোর্টস ডেস্ক:: প্রায় ১২ বছর পর সান্তোসে নেইমারের প্রত্যাবর্তন ঘটল। গতকাল সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয় বোতাফোগোর বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি ফুটবলার হিসেবে মাঠে নামেন এই ব্রাজিল তারকা।

নেইমার মাঠে নামার সময় ১-০ গোলে এগিয়ে ছিল সান্তোস। এরপর একটি গোল করে ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে বোতাফোগো। যদিও দারুণ এক গোলের সুযোগও তৈরি করেছিলেন তিনি। হয়েছেন ম্যাচসেরাও।

সান্তোসের বয়সভিত্তিক দলে বেড়ে ওঠা নেইমার ২০১৩ সালে ক্লাবটি ছেড়ে বার্সেলোনায় যোগ দেন। দলবদলের বাজারে বিশ্ব রেকর্ড গড়ে ২০১৭ সালে যোগ দেন পিএসজিতে। সেখান থেকে সৌদি প্রো লিগের দল আল হিলাল ঘুরে নেইমার ফিরেছেন সান্তোসে।

চোট কাটিয়ে ওঠা নেইমার জানিয়েছেন, তিনি এখনো শারীরিক ফিটনেস পুরোপুরি ফিরে পাননি। শৈশবের ক্লাব সান্তোসের হয়ে আবারও মাঠে নামার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘সান্তোসকে ভালোবাসি। এই রাতে (গতকাল) কেমন লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারব না।’ মাঠে পুরো ছন্দে ফিরতে ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড আরেকটু সময় চাইলেন, ‘আমাকে আরও ম্যাচ খেলতে হবে। এখনো শতভাগ ফিরে পাইনি। অনেক দৌড়ানো এবং খুব বেশি ড্রিবলও করতে চাইনি আজ রাতে (কাল)। আশা করি, চার–পাঁচ ম্যাচের মধ্যেই আরও ভালো অনুভব করব।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com