রবিবার, ১৫ Jun ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: ভারত-পাকিস্তান যুদ্ধের জের ধরে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করা হয়। যুদ্ধের কারণে দুটি লিগের ফ্র্যাঞ্চাইজি হারিয়েছে বিদেশি অনেক ক্রিকেটারকে।
বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরে গেছেন। কার্যত নতুন করে বল মাঠে গড়ানোর অপেক্ষায় দুই টুর্নামেন্ট। তবে আগের মতো বিদেশি তারকাদের হয়তো পাচ্ছে না পিএসএল কিংবা আইপিএল। এই সংকটের কিছুটা হলেও সুবিধা পাচ্ছেন বাংলাদেশি ক্রিকেটাররা।
এই যেমন মোস্তাফিজুর রহমানকে দলে টেনেছে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস। একই দিনে পিএসএলের দল লাহোর কালান্দার্স দলে নিয়েছে সাকিব আল হাসানকে।