শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন

সব দলকে শান্তিপূর্ণ আচরণের আহ্বান যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক:: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় নিয়ে সারা দেশের বিরাজমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র চায় সব দল শান্তিপূর্ণ ও দায়িত্বপূর্ণ আচরণ করুক।

তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং সব দলকে সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ আচরণের আহ্বান জানাচ্ছি। গণতন্ত্রের জন্য শান্তিপূর্ণ প্রক্রিয়া খুবই জরুরি।’

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) আদালতের রায়ে বিএনপি চেয়ারপারসন দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তার। তার রায়কে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র দফতর ও হোয়াইট হাউসের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে বিএনপি সমর্থকরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com