মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:৪৫ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের বিপক্ষে ১৭০ রানে অলআউট হয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু সেই জিম্বাবুয়ে ঘুরে দাঁড়ালো আজ। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচে বুধবার শ্রীলঙ্কাকে ২৯১ রানের বিরাট চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তারা।
টসে হেরে ব্যাট করতে নেমে হ্যামিলটন মাসাকাদজার ৭৩ ও সিকান্দার রাজার অপরাজিত ৮১ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।
শ্রীলঙ্কার পক্ষে সুরঙ্গা লাকমল ১টি, থিসারা পেরেরা ২টি ও আসেলা গুনারত্নে ৩টি করে উইকেট নেন। গত বছরের জুন-জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিয়েছিল জিম্বাবুয়ে।
ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৭৫ রানের পার্টনারশিপ গড়েন হ্যামিলটন মাসাকাদজা ও সলোমন মিরে। ইনিংসের ১৩তম ওভারে থিসারা পেরেরার বলে কুসল মেন্ডিসের হাতে ক্যাচ হন সলোমন মিরে। ব্যক্তিগত ৩৪ রান করে ফিরে যান তিনি।
১৭তম ওভারে সুরঙ্গা লাকমলের বলে অ্যাঞ্জেলো ম্যাথুজের হাতে ধরা পড়েন ক্রেইগ আরভিন। দলীয় ১৪২ রানে হ্যামিলটন মাসাকাদজাকে ফেরান আসেলা গুনারত্নে। দলীয় ১৬৯ রানে ব্রেন্ডন টেইলরকে বোল্ড করেন থিসারা পেরেরা। ৪৪তম ওভারে আসেলা গুনারত্নের বলে উপুল থারাঙ্গার হাতে ক্যাচ হন ম্যালকম ওয়ালার। শেষ ওভারে আসেলা গুনারত্নের বলে আকিলা ধনঞ্জয়ার হাতে ক্যাচ হন পিটার মুর।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ইনিংস: ২৯০/৬ (৫০ ওভার)
(হ্যামিলটন মাসাকাদজা ৭৩, সলোমন মায়ার ৩৪, ক্রেইগ আরভিন ২, ব্রেন্ডন টেইলর ৩৮, সিকান্দার রাজা ৮১*, ম্যালকম ওয়ালার ২৯, পিটার মুর ১৯, গ্রায়েম ক্রেমার ০*; সুরঙ্গা লাকমল ১/৭০, আকিলা ধনঞ্জয়া ০/৬৭, থিসারা পেরেরা ২/৪৩, দুশমান্থ চামিরা ০/৫১, ওয়ানিদু হাসারাঙ্গা ০/১৮, আসেলা গুনারত্নে ৩/৩৭)।