সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:: শ্রীনগরে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা পরিষদে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা ভূমি অফিস, শ্রীনগর থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীনগর প্রেসক্লাব সহ উপজেলার বিভিন্ন দপ্তর।
পরে সকাল ৯ টায় উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে শ্রীনগর স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড পরির্দশন, কুচকাওয়াজ এবং ডিসপ্লের আয়োজন করা হয়। ১০ টায় কুচকাওয়াজ এবং ডিসপ্লেতে অংশগ্রহনকারীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার ভূমি সাফফাত আরা সাঈদ, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়েবীর, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, কেন্দ্রীয় আওয়ামী নেতা মাকসুদ আলম ডাবলু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম মাহবুব উল্লাহ কিসমত, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ প্রমুখ।