শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃঃ
শ্রীনগরে ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি কালভার্ট ও ৮৩০ মিটার দীর্ঘ রাস্তার ঢালাই কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার বীরতাঁরা ইউনিয়নের সাতগাঁও-চারিগাঁও রাস্তার সাতগাঁও এলাকায় ৮.২৫ মিটার দৈর্ঘ্য ও ৩.৬৬ মিটার প্রস্থ ২ ব্যান্ডের কালভার্টের বেজ ঢালাইয়ের কাজ চলছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, কাঁদা জলের উপর ঢালাই দেওয়া এক পাশের বেজে বড় বড় ফাটল ধরেছে। অপর অংশে পানির মধ্যেই মিস্ত্রিরা ঢালাইয়ের কাজ করছেন। ঢালাইয়ে ব্যবহার করা হচ্ছে নিন্ম মানের নির্মাণ সামগ্রী। সিলেক্ট বালু নামে পরিচিত লাল বালু বা টু এফএম বালু ব্যবহারের কথা থাকলেও তার কোন অস্তিত্ব চোখে পরেনি। স্থানীয়রা দাবী করেন সারাদিন ভিটির বালু, নিন্ম মানের ইটের খোয়ার সাথে সামান্য পরিমাণ সিমেন্ট মিলিয়ে ঢালাইয়ের কাজ হয়েছে। আমরা বাধা দিলেও তা ঠিকাদারের লোকজন কানে তুলেনি। ঢালাইয়ের স্থানে উপস্থিত না থাকলেও উপজেলা উপ সহকারী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ নিয়ে দাবী করেন ওই দিনের কাজে লাল বালু ব্যবহৃত করা হয়েছে। তবে শেষ পর্যায়ে এসে তা ফুরিয়ে যেতে পারে। অথচ ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এস সরকার এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মাহবুব হোসেন স্বীকার করেন বেজ ঢালাইয়ের কাজ হওয়ায় লাল বালু ব্যবহৃত হয়নি।
রাস্তায় বিছানো সুরকির মান নিয়েও স্থানীয়রা প্রশ্ন তোলেন। স্থানীয় কয়েকজন জানান, রাস্তার কাজেও ব্যাপক অনিয়ম করা হয়েছে। যে নিন্ম মানের মালামাল দিয়ে কাজ হচ্ছে তাতে ৩০ লাখ টাকাও ব্যয় হওয়ার কথা না। উপজেলা প্রকৌশল অফিসের লোকজনের সাথে ভাগবাটোয়ারা করে ঠিকাদারী প্রতিষ্ঠান বেশীর ভাগ অর্থ লোপাটের পায়তারা করছে।
এ ব্যাপারে ১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে শ্রীনগর উপজেলা প্রকৌশলী আঃ মান্নানের কার্যালয়ে গিয়ে তথ্য চাইলে তিনি জানান, তার কাছে কোন তথ্য নেই। প্রকল্পটির ফাইল উপ- সহকারী প্রকৌশলীর কাছে রয়েছে। কাজের অনিয়মের ব্যপারে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি খোজ নিয়ে দেখা হবে।