শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন
এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) থেকে॥ শ্রীনগরে ২৮ বোতল বিদেশী মদ সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১।
২৮ জানুয়ারি (রোববার) র্যাব-১১, সিপিসি-১, মুন্সিগঞ্জ এর একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার, এএসপি মোঃ মহিতুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বালাশুর-বউবাজার রাস্তার মোড়ে নিপা টেইলার্স এর পূর্ব পাশে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ উজ্জল হোসেন (২৮), পিতা-আব্দুল মান্নান, গ্রাম-উত্তর কোলাপাড়া, থানা-শ্রীনগর, জেলা-মুন্সীগঞ্জকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ২৮ (আটাশ) বোতল হুইস্কি উদ্ধার করেন। উদ্ধারকৃত হুইস্কির আনুমানিক মূল্য ৮৪,০০০/- (চুরাশি হাজার) টাকা। এ সংক্রান্তে উক্ত আসামীর বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।