শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন
এম.আর রয়েল ,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে গরীব ও দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন ১৭ জানুযারী মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে শ্রীনগর স্টেডিয়াম মার্কেট এলাকার ফুটপাতে ঘুমিয়ে থাকা সাড়ে ৪’শত হতদরিদ্র ও গরীব দুঃখী মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। বিভিন্ন জেলা থেকে জীবিকার টানে কাজ করতে আসা দিনমজুর ও গরীব মানুষগুলো গত কয়েক দিনের টানা শৈত প্রবাহ মধ্যে তীব্র শীতে কষ্টে পীরিত মানুষ হাতে কম্বল পেয়ে মুখে হাসি ফুটে উঠে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা,শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ কুমার সরকার সহ অনেকে।