মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন
এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে মাদক সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, সোমবার গভীর রাতে উপজেলার রুদ্রপাড়া কাচা সড়ক থেকে ২০৬ পিছ ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করে বাঘড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিসুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার রুদ্রপাড়া গ্রামের সজল তালুকদারের ছেলে রফিকুল ইসলাম (২৫), হানিফ ফকিরের ছেলে মোঃ সোহেল (২৭) ও দোহার উপজেলার খড়িয়া খাসেরটেক গ্রামের মফিজ শেখের ছেলে উজ্জ্বল (২৫)।
এ বিষয়ে এসআই আনিসুর রহমান বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা এলাকাতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে তাদেরকে ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করি। তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক আইনে মামলা দায়ের করে মুন্সীগঞ্জ কোর্টে প্রেরন করা হয়েছে।