শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৯ পূর্বাহ্ন

শ্রীনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম

শ্রীনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে শ্রীনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

শনিবার বেলা ১২ টায় উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। এছাড়া, আরো উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মুন্সিগঞ্জ, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও থানা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ, পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় জনপ্রতিনিধিগণ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, ছাত্রসমাজ, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ।

পূজা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য সহকারে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা ও জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com