মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:০১ অপরাহ্ন
এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃঃ
শ্রীনগরে বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজের ওরিয়েন্টশন প্রোগ্রাম ও নবীনবরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারী শনিবার উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের দামলায় অবস্থিত বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাশে ১ম বর্ষ এম.বি.বি.এস (শিক্ষাবর্ষ ২০১৭-২০১৮ ব্যাচ: বিবি-৪)ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টশন ও নবীনবরণ অনুষ্ঠান এবং আলোচনা সভায় কলেজটির অধ্যক্ষ,অধ্যাপক শেখ মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান মোঃ আমিনুজ্জামান ভূইয়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গভর্ণিংবডির সদস্য অধ্যাপক ডাঃ মোঃ মনিরুজ্জামান ভূইয়া, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও ভূইয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু, অধ্যাপক ডাঃ আব্দুল কাদের খান, অধ্যাপক ডাঃ ইউ.এস নাঈমা বেগম,অধ্যাপক ডাঃ আতিয়ার রহমান,ডাঃ ফারসিদ ভূইয়া ও এডভোকেট লাবিবা জাহান প্রমুখ।