শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন

শ্রীনগরে বিএনপি নেতা গ্রেফতার

এম .আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত এতিমখানা দুর্নীতি মামলার রায়কে সামনে রেখে সারাদেশে পুলিশের ধরপাকড় শুরু হয়েছে।

তারই ধারাবাহিকতায় গতকাল রবিবার গভীর রাতে শ্রীনগর উপজেলার সাবেক বিএনপির সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনকে উপজেলার দেউলভোগ দয়হাটা গ্রামের তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ। গ্রেফতারকৃত এই নেতা ১৯৮৪ সাল থেকে শ্রীনগর ইউনিয়ন যুবদলের সভাপতি পদের দায়ীত্ব পালন করছেন। ১৯৮৯ সালে তৃণমুল নেতাকর্মীদের সংঙ্গে নিয়ে স্বৈরাচার বিরোধী আন্দলনের সময় তার কর্মকান্ডে জেলা/উপজেলার সিনিয়র নেতাকর্মীদের কাছে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। তারপর ১৯৯১ সালে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, ৯৩ সালে সাধারন সম্পাদক, ৯৮ সালে উপজেলা যুবদলের সভাপতিসহ ২০০২ সালে কাউন্সিলের মাধ্যমে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নির্বাচিত হন।

গ্রেফতারকৃত মোঃ দেলোয়ার হোসেনের স্ত্রী রোজিনা বেগম বলেন, কোন মামলা ছাড়াই বিনা দোষে আমার অসুস্থ্য স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com