শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন
এম.আর রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি॥ শ্রীনগর উপজেলা ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির কার্যকরী সদস্য মোঃ সোহেল মাদবর (৩০)কে মঙ্গলবার রাতে শ্রীনগর থানার পুলিশ গ্রেফতার করেছে।
আপরদিকে, মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাতে শ্রীনগর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কল্লিগাঁও এলাকা থেকে মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী শহিদুল ইসলাম ওরফে হাতকাটা শহিদ(৫৫)কে গ্রেফতার করে।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) ফরিদউদ্দিন জানায়, গত তিন মাস পূর্বে মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলায় ২ বছর কারাদন্ড প্রদান করে। এরপর থেকে সে পলাতক ছিল। অন্যদিকে, একই রাতে অভিযান চালিয়ে শ্রীনগর উপজেলা ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির কার্যকরী সদস্য মোঃ সোহেল মাদবরকে গ্রেফতার করা হয়।