সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃঃ
শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক প্রবাসীর বাড়ীতে সন্ত্রাসী হামলায় দুই গৃহবধু আহতসহ ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ২৭ জানুয়ারী শনিবার সন্ধ্যায় উপজেলার উত্তর সেলামতি নতুন বাড়ী এলাকার সৌদি আরব প্রবাসী মোঃ রফিকুল ইসলামের বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে প্রবাসির স্ত্রী বাদী হয়ে শ্রীনগর থনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে প্রবাসী রফিকুল ইসলাম সহ তার তিন ভাই সিদ্দিক,মহম্মদ আলী ও শহিদুলের নামের ক্রয়কৃত জমিতে একটি ভূমি জালিয়াত চক্র জাল দলিল করে দখলের পায়তারা করে আসছিল। এ ঘটনায় প্রবাসীর ভাই সিদ্দিক জাল দলিলের বিরুদ্ধে মুন্সীগঞ্জ কোর্টে মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত শনিবার সন্ধ্যায় ভূমি জালিয়াত চক্রের মুল হোতা একই এলাকার আঃ সামাদ ২০/২৫ জন বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে প্রবাসীর বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এসময় সন্ত্রাসীদের হামলায় প্রবাসী রফিকুর ইসলামের স্ত্রী বিপাসা বেগম (২৫) ও তার ভাই শহিদুলের স্ত্রী সেলিনা বেগম (২৮) আহত হয়। পরে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় প্রবাসী রফিকুলের স্ত্রী বিপাসা বেগম বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্তকারী অফিসার এসআই আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।