মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:০০ পূর্বাহ্ন

শ্রীনগরে পিঠা উৎসবে রাজনৈতিক নেতা ও সুশিল সমাজের মিলন মেলা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে সিজুয়ে কিন্ডার গার্টেন ও জুনিয়র হাই স্কুলের পিঠা উৎসব রাজনৈতিক নেতা ও সুলিশ সমাজের মিলন মেলায় পরিনত হয়েছিল।

গতকাল শুক্রবার সকালে উপজেলা সদরে অবস্থিত বিদ্যালয়ের কর্নধার মোঃ শাহে আলম এর আমন্ত্রনে এসে একই টেবিলে বসে পিঠা খান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মমিন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সেলিম হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফা নোমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন সহ অনেকেই।

এসময় অতিথীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সরকারী শ্রীনগর কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল গোলাম কিবরিয়া, বিশিষ্ট ব্যবসায়ী বাদল বেপারী, প্রবীন সাংবাদিক আনোয়ার হাসান, এ্যডভোকেট কামরুল ইসলাম, পাটাভোগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহ আলম, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, শিক্ষক আঃ লতিফ, ইউসুফ রানা, আক্তার হোসেন সহ ওই প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা ও অভিবাবক বৃন্দ।

উৎসবে বিক্রমপুরে ঐতিহ্যবাহী পাটি শাপটা, ভিজা চিতই, দুধ কুলই, ভাপা, মালপোয়া, ও ছিট পিঠার সাথে মুরগীর মাংস ভূনার আয়োজন ছিল চোখে পড়ার মতো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com