শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রাঢ়ীখাল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বৌবাজার এলাকায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রাঢ়ীখাল ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোলাইমান খান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলার বিএনপির সভাপতি শেখ মো: আব্দুল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম খান, বিএনপি নেতা আবুল কালাম কানন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশ্রাফ হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, শ্রীনগর উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মাসুদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহমেদ রনি, সদস্য সচিব রজীন খান, কৃষক দলের আহবায়ক মো: শাহ আলম, সদস্য সচিব শেখ অরুন প্রমুখ।