সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
এম.আর রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি::
শ্রীনগরে বিপুল পরিমান গাঁজা ও বিদেশী মদ এবং একটি জীপ গাড়ীসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
১৪ জানুয়ারী রবিবার রাত ১২ টা ৫ মিনিটের দিকে র্যাব-১১ মুন্সীগঞ্জ ভাগ্যকূল শাখার বিশেষ একটি টিম গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের বেজগাঁও বাস স্ট্যান্ডের মিজানুর রহমানের মুদি দোকানের সামন থেকে মাওয়া গামী একটি নিশান পেট্রোল জীপের মধ্যে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ৬ বোতল বিদেশী মদসহ জলিলুর রহমান দুলাল (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৮’শত ৭২ টাকা উদ্ধার করা হয়। মাদকের আনুমানিক মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা।
র্যাব-১১ কোম্পানীর কমান্ডার ও সহকারী পরিচালক মোঃনাহিদ হাসান জনি ১৫ জানুয়ারী সোমবার এক প্রেস রিলিজের মাধ্যমে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জলিলুর রহমান দুলালের বাড়ী কুমিল্লা জেলার ব্রাক্ষ্মনপাড়া থানার ব্রাক্ষ্মনপাড়া (হাজী নায়েব আলীর পুরাতন বাড়ী) গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। এ বিষয়ে শ্রীনগর থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।