সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

শ্রীনগরে গরু চুরির হিরিক!

এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে গরু চুরির হিড়িক পরেছে। গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রায় অর্ধশতাধিক গরু চুরি হয়েছে। একের পর এক চুরির ঘটনায় খামার মালিক ও প্রান্তিক গরু পালনকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই রাত জেগে তাদের গোয়ালঘর পাহারা দিচ্ছেন।

স্থানীয়রা জানায়, গত বুধবার রাতে উপজেলার আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামের জব্বার শেখের গোয়ালঘর থেকে ৪ টি, হাসারগাঁও গ্রামের মরণ মিয়ার ৫ টি, তন্তর ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের আজাহার মল্লিকের ৬ টি গরু চুরি হয়। এর আগে সোমবার রাতে সুফিগঞ্জ গ্রামের হাতেম আলীর ৪ টি ও ষোলঘর গ্রামের বরকত বেপারীর ৩ টি গরু চুরি হয়। এক সপ্তাহ আগে কুকুটিয়া গ্রামের আবুল বাশারের ২ টি, হাঁসাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ৭ টি, কামারগাঁও গ্রামের কালাম মিয়ার ৫ টি ও বাড়ৈখালী গ্রামের নারায়ন পলানের ২ টি গরু চুরি হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রায় অর্ধশতাধিক গরু চুরির ঘটনায় উপজেলার সর্বত্র খামার মালিকদের মধ্যে চুরির আতঙ্ক বিরাজ করছে।

ক্ষতিগ্রস্থদের কয়েকজন জানান, রাত দেড়টা থেকে দুইটার দিকে প্রায় রাতই বিদ্যুৎ চলে যায়। এই সুযোগে সংঘবদ্ধ চোরের দল তৎপর হয়ে উঠে।

এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি (তদন্ত) ফরিদউদ্দিন জানান, গরু চুরির বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com