মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন
এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃঃ
শ্রীনগরে ভয়াবহ অগ্নিকান্ডে একটি চাউলের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় বিশ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। ২৫ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে উপজেলার দেউলভোগ দয়হাটা এলাকায় আমিন রাইস মিলের চাউলের গোডাউনে এ অগ্নিকান্ড ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে আমিন রাইস মিলের চাউলের গোডাউনের একটি রুম থেকে বৈদ্যুতিক শটসার্কিটের কারনে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে তা অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। এসময় এলাকাবাসী আগুন নেভাতে ব্যর্থ হয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও তাৎক্ষনিক গোডাউনের ৫টি কক্ষ পুরে ছাই হয়ে যায়। আমিন রাইস মিলের মালিক নুরুল আমিন মোড়ল জানান, অগ্নিকান্ডে ৫টি কক্ষে রক্ষিত প্রায় ৫শত মণ চাউল পুরে ছাই হয়ে যায়। এতে প্রায় বিশ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে।