শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা শাহিদ কাপুর ও মীরা রাজপুত ভালবেসে ২০১৫ সালের ৭ জুলাই বিয়ে করেছেন । এরপর কেটে গেছে ৯ বছর । বিয়ের পরের বছরেই কন্যাসন্তানের বাবা হন অভিনেতা । নাম মিশা । কিন্তু মিশা জন্ম নেওয়ার পরে শাহিদের প্রথম প্রতিক্রিয়া কী ছিল? এক পুরনো সাক্ষাৎকারে সে কথা জানিয়েছিলেন অভিনেতা ।
মেয়ে মিশা জন্ম নেওয়ার পরেই শ্বশুরকে ফোন করে ক্ষমা চেয়েছিলেন শাহিদ । এর পিছনে রয়েছে একটি মজার ঘটনা ।
শাহিদ কাপুর জানান, মিশা হওয়ার এক বছর আগে মীরার সঙ্গে বিয়ে হয় তার । বিয়ের সময় জামাই হিসেবে শ্বশুরকে কোনোভাবে বিরক্ত করে ফেলছেন কি না, তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব ছিল শাহিদের মনে । কারণ, এবার তিনিও মেয়ের বাবা । ভবিষ্যতে যদি তাকেও তার জামাই কোনোভাবে বিরক্ত করে! তাই আগেই নিজের শ্বশুরের কাছে ক্ষমা চেয়ে নেন শাহিদ ।
সাক্ষাৎকারে শাহিদ বলেছিলেন, ‘মেয়ে হয়েছে শুনেই ফোন করি । এক বছর আগে আমার বিয়ে হয়েছিল । মীরার বাবাকে ফোন করে বলি, ‘বাবা, বিয়ের সময় আমি আপনাকে কোনোভাবে বিরক্ত করিনি তো? করে থাকলে আমায় ক্ষমা করবেন ।’
২০১৬-এর ২৬ আগস্ট তাদের কোলে আসে মিশা । এরপর ২০১৮-এর ৫ সেপ্টেম্বর পুত্রসন্তান জেইন-এর জন্ম দেন মীরা ।