মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন

শৈলকুপায় ৬’শ মুক্তিযোদ্ধাদের মাঝে শীত বস্ত্র বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ৬’শ মুক্তিযোদ্ধাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিথা’র সভাপতিত্বে প্রধান অতিথি আব্দুল হাই এমপি’র উপস্থিতিতে এ শীত বস্ত্র বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মকবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্ল, উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস, সাধারণ সম্পাদক তানভীর পারভেজ রুবেল, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাজিব বাহাদুরসহ আওয়ামীলীগ তার অঙ্গসংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৬শ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে শীতবন্ত্র বিতরনের সময় অতিথিবৃন্দ সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান হিসেবে সকল মুক্তিযোদ্ধা পরিবারের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com