শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
ঝিনাইদহের শৈলকুপায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে -৬ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩০ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার সারুটিয়া ইউনিয়নের কুত্তিনগর গ্রামে।
জানা যায়, কৃত্তিনগর গ্রামের সামাজিক মাত্বব্বর জমির উদ্দিনের কাছে কয়েকদিন আগে বিচালী বিক্রয় করে ভুলুন্দিয়া গ্রামের আবু তালেব। মঙ্গলবার সকালে বিচালী বিক্রয়ের টাকা চাইতে গেলে দুজনের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় গ্রামের লোকজন ঢাল, ফালা , রামদা, লাঠি-সটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় গ্রামের কমপক্ষে ৬ জন আহত হয়। আহতরা হলো, কৃত্তিনগর গ্রামের বাবু (২৫), মনিরুল (৪৫) ও ভুলুিন্দয়া গ্রামের আবু তালেব (৪০), মহির উদ্দিন (৪২) ও রনিসহ ৬ জন। আহতদের শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র কৃত্তিনগর ও ভুলুন্দিয়া গ্রামের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এঘটনায় কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।