মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করার পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন দেওয়া হয়েছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডি ৫ নস্বর সড়কের সুধা সদনে অগ্নিসংযোগ করা হয়।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, রাত সাড়ে ১১টার দিকে সুধা সদনে আগুনের খবর পান তারা। সেখানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠানো হয়।
নিরাপত্তারক্ষীরা জানান, রাত সাড়ে ১০টার পর ১০-১২ জন ছেলে সুধা সদনে আগুন ধরিয়ে দেয়। ভবনে আগুন ছড়িয়ে পড়লে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেন এসব সংস্থার কর্মীরা। পরে আশপাশের ভবনের বাসিন্দারা এসে পানি দিয়ে নিচতলার আগুন কিছুটা কমিয়েছেন।
ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচারের কথা ছড়িয়ে পড়লে বুধবার বিকেলে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরিফ ওসমান হাদি। রাত ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে যাওয়ার কথা থাকলেও পরে কর্মসূচি বদলে রাত ৮টায় নিয়ে আসা হয়।
গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে এগোতে থাকেন বিক্ষোভকারীরা। পরে রাত আটটার দিকে বিপুলসংখ্যক বিক্ষোভকারী ধানমন্ডি ৩২ নম্বরে বাড়িটির ফটক ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন। পরে ওই ভবনে আগুন দেওয়া হয়। রাত ১২টার দিকে এক্সকাভেটর ও ক্রেন দিয়ে ভবনটি ভাঙা শুরু হয়েছে।