বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

শিক্ষা ব্যবস্থা আরো সমৃদ্ধ করার মাধ্যমে আগামীতে বাংলাদেশ সভ্য, ধনী ও মানবিক দেশে পরিণত হবে-খালিদ মাহমুদ চৌধুরী এমপি

মোঃ শামসুল আলম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃঃ
বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। এ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী সফলতা অর্জন হয়েছে। বর্তমান সরকার কমলমতি শিক্ষার্থী সহ ৯ম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া সহ কৃষকদের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এমপি বলেন, জাতীয় সংগীতের রুপকার বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুর, জাতীয় কবি নজরুল ইসলাম ও নেতৃত্বের দিক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুসরণ করে শিক্ষা ব্যবস্থা আরো সমৃদ্ধ করার মাধ্যমে আগামীতে বাংলাদেশ সভ্য ধনী ও মানবিক দেশে পরিণত হবে এতে কোন সন্দেহ নেই। আজ ২রা ফেব্র“য়ারী শুক্রবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২নং-ইশানিয়া ইউনিয়নে প্রায় ১কোটি ৬৬লক্ষ টাকা ব্যায়ে মুরারীপুর হতে ভড়রা পর্যন্ত রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন, মুরারীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর উদ্বোধন এবং মুরারীপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্প্রসারিত কাজের উদ্বোধন উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল.জি.ই.ডি বোচাগঞ্জ দিনাজপুরের আয়োজনে মুরারীপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত সুধী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এমপি একথাগুলো বলেন। সমাবেশে এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ, মুরারীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশেষ কুমার রায় প্রমুখ। এসময় উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর, উপজেলা নির্বাহী অফিসার সারওয়ার মোর্শেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী, যুগ্ম সম্পাদক যথাক্রমে আবু তাহের মোঃ মামুন, মোঃ রমজান আলী, মোঃ শাহ নওয়াজ, ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com