সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন

শাহরুখ-অমিতাভদের পরামর্শে মোদির নতুন উদ্যোগ

শাহরুখ-অমিতাভদের পরামর্শে মোদির নতুন উদ্যোগ

বিনোদন ডেস্ক:: ভারতীয় শোবিজাঙ্গনের উন্নতি সাধনে নতুন উদ্যোগ গ্রহণ করেছে মোদি সরকার। দেশের সিনেশিল্পকে আরও চাঙ্গা করতে ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিটে শুক্রবার গ্ল্যামার ইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেখানেই অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার, রজনীকান্ত, অনুপম খেরদের কাছ থেকে পরামর্শ নেন কীভাবে বলিউড কিংবা দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক আঙিনায় আরও উচ্চস্তরে পৌঁছে দেওয়া যায়।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বিনোদন জগতের তারকারা নিজস্ব মতামত পেশ করেন। ভিডিও কলের সেই বৈঠকে দেশের সিনেশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কী কী করণীয়, প্রত্যেকেই সে বিষয়ে মতামত পেশ করেন।

২০২৪ সালের ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ‘মন কি বাত’ অনুষ্ঠানে ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস) চালু করেন। সেই সময়েই তিনি জোর দিয়ে বলেন, সিনেমা এবং বিনোদন শিল্প দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি অর্থনীতিকেও চাঙ্গা করছে।

শুক্রবার সেই প্রেক্ষিতেই তারকাদের সঙ্গে আলোচনায় বসেন প্রধানমন্ত্রী। যেখানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, চিরঞ্জিবী, মোহনলাল, রজনীকান্ত, আমির খান, এ আর রহমান, অক্ষয় কুমার, রণবীর কাপুর, দিলজিৎ দোসাঞ্ঝ, হেমা মালিনী থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন, আনন্দ মাহিন্দ্রা, মুকেশ আম্বানিদের মতো ব্যক্তিত্বরাও।

এদিন ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিটের বিষয়ে বিভিন্ন ময়দানের খ্যাতনামা ব্যক্তিত্বদের সঙ্গে আলোচনা হয় মোদির। চলতি বছরেই অনুষ্ঠিত হবে এই ইভেন্ট।

ভারত সরকারের তরফে বিশ্বমানের অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা রয়েছে। যেখানে ভারতের সিনেমা জগতে আন্তর্জাতিক পর্যায় থেকে বিনিয়োগ আসতে পারে। এতে ভারতের অর্থনীতিও যে চাঙ্গা হবে, তা বলাই বাহুল্য।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com