বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১০:০৯ অপরাহ্ন

শাহজালালে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৪ কেজি স্বণর্সহ এক যাত্রীকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা। গ্রেফতারকৃত যাত্রীর নাম মো. আনোয়ার হোসেন। জব্দ স্বর্ণগুলো তার অন্তর্বাসের ভেতর বিশেষভাবে লুকায়িত ছিল।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, আনোয়ার হোসেন সোমবার রাতে সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে বিমানবন্দরে নামেন। গ্রিন চ্যানেল পার হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে স্বর্ণ থাকার বিষয়টি তিনি অস্বীকার করেন।

পরে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার অন্তর্বাসের ভেতরে কালো কাপড়ে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ৪৩টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন ৪ কেজি ২৮৬ গ্রাম। এসব স্বর্ণের বর্তমান বাজারমূল্য ২ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা।

গ্রেফতারকৃত যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান মহাপরিচালক ড. মইনুল খান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com