শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস অফিস এলাকায় সিভিল অ্যাভিয়েশনের নির্মাণাধীন দেয়ালের একটি অংশ ধসে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন চাপা পড়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার এ ঘটনা ঘটে।
বিমানবন্দর থানার এসআই ইয়াসিন আলী সমকালকে বিষয়টি নিশ্চিত করে জানান, আহত এক ব্যক্তিকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।