সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন

শাহজালালে চার কেজি সোনাসহ আটক ১

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি ৬৪০ গ্রাম সোনা সহ এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক বিভাগ।

বুধবার রাত ১২টার দিকে তাকে আটক করা হয়। সোনা রাখার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক পরিচ্ছন্নতা কর্মীকে আটক করা হয়। আটককৃত বিমানকর্মীর নাম মোস্তফা কামাল। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ক্লিনার হিসেবে কাজ করে আসছিলেন।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল বিমানকর্মী মোস্তফা কামালকে আটক করেছে। তার পরনে পায়ের জুতার ভেতর থেকে চল্লিশটির মতো সোনার বার পাওয়া যায়। যার ওজন প্রায় চার কেজি ৬৪০ গ্রাম। এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলন করে জানানো হবে বলেও জানান তিনি।

কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সোনার বারের আনুমানিক মূল্য ২ কোটি ৩২ লাখ টাকা। আটককৃতের জুতার মধ্য থেকে চল্লিশটির মতো সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক ওজন চার কেজি ৬৪০ গ্রাম। আটক মোস্তফার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com