সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

শহীদ কামারুজ্জামানের সমাধিতে রুয়েট শিক্ষক সমিতির শ্রদ্ধাঞ্জলি

রাবি প্রতিনিধি:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটি শহীদ এএইচ এম কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। ২৮ জানুয়ারী রবিবার দুপুরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা।
এছাড়া তাঁর বিদেহী রুহের মাগফিরাত কামনা ও নবনির্বাচিত শিক্ষক সমিতির সফলতা কামনা করে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন। শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক অধ্যাপক ড. মো. শামীমুর রহমান, সহ-সভাপতি অধ্যাপক ড. এন এইচ এম কামরুজ্জামান সরকার, যুগ্ন সম্পাদক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, কোষাধ্যাক্ষ ড. মো. জগলুল সাদাত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ফিরোজ মাহমুদ এবং নির্বাহী সদস্য অধ্যাপক ড. অজয় কৃষ্ণ সরকার, ড. মো. কামরুল হাসান ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com