মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন

শরীয়তপুরে ১৬ মাসের শিশু নির্যাতনে মৃত্যু, মা ও বাবা আটক

শরীয়তপুরে ১৬ মাসের শিশু নির্যাতনে মৃত্যু, মা ও বাবা আটক

মো: নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি:: মা ও সৎ বাবার নির্যাতনের শিকার হয়ে আরিফা নামে ১৬ মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এঘটনায় মা চাঁদনী আক্তার ও সৎ বাবা খোরশেদকে আটক করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে শরীয়তপুরের জাজিরার মূলনা ইউনিয়নের মিরাশার গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু আরিফা ঢাকার কেরানীগঞ্জের আল আমিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুর মা চাঁদনী আক্তারের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আর দ্বিতীয় স্বামী খোরশেদের বাড়ি বরিশাল জেলায়। চাঁদনী আক্তার তার প্রথম স্বামী আল আমিনকে ডিভোর্স দিয়ে ছয় মাস আগে বরিশালের খোরশেদকে বিয়ে করেন। মেয়ে আরিফা ও দ্বিতীয় স্বামী খোরশেদকে নিয়ে এক মাস ধরে জাজিরা উপজেলার মিরাশার গ্রামের ছোবাহান মোল্লার বাড়িতে ভাড়া বাসায় বসবাস শুরু করেন চাঁদনী আক্তার। খোরশেদ ওই এলাকার একটি ইট ভাটায় কাজ করেন। শিশুটির ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চলছিল। শিশুটি কান্নাকাটি করলে তাকে নির্মমভাবে প্রহার করা হতো। কেউ প্রশ্ন করলে মা চাঁদনী বলতেন, শাসন করছি, খেতে চায় না, তাই মারছি।

গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) রাতে শিশুটিকে ব্যাপক মারধর করা হয়। এতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শিশুটি নিথর হয়ে যায় এবং অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে শুক্রবার সকালে শিশু আরিফার মৃত্যুর খবর জানাজানি হলে স্থানীয়রা মা চাঁদনী ও সৎ বাবা খোরশেদকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে জাজিরা থানার পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। সেই সাথে শিশুর মা চাঁদনী আক্তার ও সৎ বাবা খোরশেদকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

প্রতিবেশীরা জানান, শিশুটির কান্নার শব্দ প্রায়ই শোনা যেত। তারা একাধিকবার জানতে চাইলে মা চাঁদনী বিষয়টিকে শাসনের নামে এড়িয়ে যেতেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মা ও সৎ বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আর শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com