সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি:: শরীয়তপুর-মাদারীপুর দুই জেলার সীমান্তবর্তী এলাকার খোয়াজপুর-টেকেরহাট বন্দরে স্পিডবোট নিয়ে ডাকাতি করার সময় স্থানীয়দের সঙ্গে ডাকাত দলের সংঘর্ষ হয়েছে। এসময় ডাকাতদের ছোড়া গুলিতে দুই জেলায় অন্তত ৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। এবং ৭ জন ডাকাতকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। পুলিশ তাদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) রাত ১১টায় শরীয়তপুরের কীর্তিনাশা নদীর ডোমসার ইউনিয়নের তেঁতুলিয়া এলাকা থেকে ডাকাতদের আটক করা হয়। এ সময় ডাকাতদের ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র জব্দ করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে মাদারীপুরের রাজারচর এলাকায় বাল্কহেডে ডাকাত দল ডাকাতির চেষ্টা করে। পরে তাদের ধাওয়া দেন স্থানীয়রা। ডাকাতরা স্পিডবোট নিয়ে পালিয়ে শরীয়তপুরের ডোমসার ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় গেলে স্থানীয়রা তাদের ধাওয়া করে বাল্কহেড দিয়ে। এ সময় ডাকাতরা হাতবোমা ও এলোপাতাড়ি গুলি ছুঁড়লে আহত হয় বেশ কয়েকজন । পরে ডাকাতরা স্পিডবোট ফেলে পালানোর সময় ৭ জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন তারা।
মারধরের পর গুরুতর আহত ডাকাতদের শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে দুইজন ডাকাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়াও ডাকাতদের ছোড়া গুলিতে চারজন আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় রাশেদুল ইসলাম বলেন, ডাকাতরা স্পিডবোট দিয়ে ডোমসার ইউনিয়নের তেঁতুলিয়া এলাকার হিরা ইটের ভাটার কাছে এলে স্থানীয় লোকজন বেরিক্যাড দেয়। তখন ডাকাত দল এলোপাতাড়ি গুলি করতে থাকে। এরপর স্পিডবোট থেকে নেমে পালানোর চেষ্টা করে ডাকাতরা। পরে স্থানীয় লোকজন ৭ জনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে দেয়।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মুনতাসির খান বলেন, ডাকাতদের গুলিতে চারজন সাধারণ মানুষ আহত হয়ে প্রথমে হাসপাতালে আসে। তাদের চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। পরে আহত অবস্থায় ৭ ডাকাতকে হাসপাতালে নিয়ে আসে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে দুই ডাকাতকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এবিষয়ে জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, স্থানীয় লোকজন ডাকাতদের আটক করে গণপিটুনি দেয়। পরে আমরা ডাকাতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসি। ডাকাতদের ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। ডাকাতির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।