সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন
মো: নাসির খান (শরীয়তপুর) প্রতিনিধি:: শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের মাষ্টার ঘাট এলাকার রাস্তার পাশ থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের জয় বাংলা ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে জয় বাংলা মাষ্টার ঘাট এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পেরন করেন।
সখিপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ওবায়েদুল হক বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।
নিহত যুবকের শরীরে ফিঙ্গারের ছাপের জন্য ফরিদপুর সিআইডির ক্রাইম সিন আলামত সংগ্রহ করার পর পরিচয় শনাক্ত করা যাবে।