শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন

শনিবার ঢাকা আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: আগামীকাল শনিবার (২৭ জানুয়ারি) ঢাকায় আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। ২৪ ঘণ্টারও কম সময়ের এ দ্বিপক্ষীয় সফর শেষে পরদিন (রোববার) তার বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে।

জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ঢাকায় পৌঁছবেন। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এ সময় তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ওইদিন সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং রোববার দুপুর ২টায় ঢাকা ত্যাগ করবেন তিনি।

অন্যদিকে, চারদিনের সফরে আগামী ৪ ফেব্রুয়ারি (রোববার) ঢাকায় আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেই বারসেট। ঢাকার কর্মকর্তারা বলেছেন, আসন্ন দুটি গুরুত্বপূর্ণ সফরেই দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুর পাশাপাশি প্রাধান্য পাবে রোহিঙ্গা সঙ্কট।

জানা যায়, সময় স্বল্পতার কারণে প্রেসিডেন্ট উইদোদোর রোহিঙ্গা শিবিরে যাওয়ার বিষয়টি চূড়ান্ত না হলেও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেই বারসেট বাংলাদেশ সফরে রোহিঙ্গা শিবিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com