মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি::
নড়াইলের লোহাগাড়া উপজেলার ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৬ জানুয়ারি মঙ্গলবার সকালে নড়াইল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, দাখিল মাদ্রাসা ও উচ্চ মাধ্যমিকের ২’শ ৫০ জন শিক্ষার্থী এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। পরে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নড়াইল জেলা ক্রীড়া অফিসার (অতি: দা:) সুমন কুমার মিত্র’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেন, ইতনা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ বাবু বিশ্বনাথ চক্রবর্তী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুর রহমান। অনুষ্ঠানের আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।