মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ১০ দিনব্যাপী তারুণ্যের মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বেলুন উড়িয়ে জেলা শহরের কালেক্টরেট মাঠে এ মেলার উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান, জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান ও লালমনিরহাট জেলার অন্যান্য সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ।
মেলায় সরকারি বিভিন্ন দফতর ও বিভিন্ন উদ্যোক্তাদের স্টল রয়েছে। স্টলগুলোকে বইমেলা, পিঠা উৎসব এবং কারুশিল্পের প্রদর্শনী রয়েছে। ১০ দিনব্যাপী এই মেলায় জুলাই অভ্যুত্থানের চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ মেলা জেলার তরুণদের মাঝে ব্যাপক সাড়া সৃষ্টির পাশাপাশি উদ্যোক্তাদের বিকাশেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের।