মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

লালমনিরহাটে বিএনপি নেতা সেলিম গ্রেফতার

লালমনিরহাটে বিএনপি নেতা সেলিম গ্রেফতার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাট জেলা বিএনপি’র সমাজকল্যাণ সম্পাদক ও তিন মামলার সাজাপ্রাপ্ত আসামী এএসএম শামসুজ্জামান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারী) রাতে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরনবী বিএনপি নেতা সেলিমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এএসএম. শামসুজ্জামান সেলিম হাতীবান্ধা উপজেলা বিএনপি’র আহ্বায়ক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বড়খাতা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এবং মোট ২৮টি মামলার আসামী। তিনি হাতীবান্ধার মেসার্স এমএসএম ব্রিকস্ নামে একটি ইট ভাটার পরিচালক।

এর আগে বিকেলে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ এর নেতৃত্বে লালমনিরহাট সরকারী কলেজ গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করে। পরে রাতে লালমনিরহাট সদর থানায় সোপর্দ করা হয়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, এএসএম শামসুজ্জামান সেলিম সিআর ৪১৩/২৩, সিআর ৪১৪/২৩ এবং সিআর ৪৫/২৪ নং মামলার সাজাপ্রাপ্ত আসামী। এছাড়াও তিনি আরও ২৫টি সিআর মামলার আসামী। তার বিরুদ্ধে ৩টা সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ও অন্যান্য ১২টি ওয়ারেন্টসহ মোট ১৫টি ওয়ারেন্ট রয়েছে।

বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com