শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন

লালমনিরহাটে বিএনপি-জামায়াতের ৪ নেতা আটক

লালমনিরহাট প্রতিনিধিঃঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ৮ ফেব্রুয়ারী এ রায়কে কেন্দ্র করে সারাদেশে ন্যায়  লমনিরহাট জেলার ৫ উপজেলায় কয়েক দিন ধরে চলচ্ছে গ্রেফতার অভিযান ।  উক্ত গ্রেফতার অভিযানে জেলার বিভিন্ন  স্থানে অভিযান চালিয়ে নাশকতার মামলায় জড়িত বিএনপি, জামায়াত-শিবিরের ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।  গ্রেফতারকৃতরা হলেন, সিঙ্গিমারী ইউনিয়ন ছাত্রদল সদস্য সচিব জাহিদ হাসান, একই সময়ে উপজেলা শিবিরকর্মী ফারুক হোসেন ও গড্ডিমারী ইউনিয়নের মনির হোসেনকে গ্রেফতার করেছে হাতীবান্ধায় থানা পুলিশ ।  অপর দিকে কালিগঞ্জ থানা পুলিশ গ্রেফতার অভিযান চালিয়ে ১ জনকে আটক করেছ । গ্রেফতার ব্যক্তি জামায়াতের রোকন আব্দুর রশিদকে গ্রেফতার করে। ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ।

 

লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল ইসলাম জানান, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com