শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধিঃঃ
লালমনিরহাটের হাতিবান্ধা ও আতিমারী উপজেলায় পৃথক অভিযানে ৯০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। ২১ জানুয়ারী রবিবার দুপুরের দিকে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এর আগে রবিবার ভোর রাতে হাতিবান্ধা উপজেলার খানের বাজার এলাকা থেকে উপজেলার দোলাপাড়া গ্রামের মোহাম্মাদ আলীর বড় ছেলে আইয়ুব আলী(৩২) ও ছোট ছেলে লিটন মিয়া(২৭) এবং আদিতমারী উপজেলার উত্তর গোবদা শঠিবাড়ী বাজার থেকে শহিদার আলীর পুত্র ফারুক মিয়াকে আটক করা হয়। এ বিষয়ে হাতীবান্ধা থানা উপ-পরিদর্শক (এসআই) নূর আলম সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাতে উপজেলার খানের বাজার এলাকায় অভিযান চালিয়ে আইয়ুব আলী ও লিটন মিয়া নামে দুই সহোদরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অপর দিকে আদিতমারী থানার উপ-পরিদর্শক(এসআই) মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে উপজেলার উত্তর গোবদা শঠিবাড়ী বাজারে অভিযান চালিয়ে ফারুক মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
লালমনিরহাট পুলিশ সুপার (অতিরিক্ত) এনএম নাসিরুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।