সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৮ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশনসহ সকল সুযোগ-সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রাপ্তির দাবিতে লালমনিরহাট পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ তিনদিন ব্যাপি কর্মবিরতি পালন শুরু করছে।
২৮ জানুয়ারী রবিবার সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করছেন তারা।
অবস্থান কর্মসূচিতে নিজেদের দাবি তুলে ধরে বক্তব্য রাখেন, বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের রংপুর বিভাগীয় কমিটির সভাপতি শফিকুল ইসলাম পাটোয়ারী বাবু, জেলা কমিটির সহ সভাপতি মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মধূ চন্দ্র রায়, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশ^জিৎ কুমার বণিক, লালমনিরহাট কর্মচারী সংসদের সাধারন সম্পাদক আক্তারুজ্জামান, সদস্য সচিব হাসানুজ্জামান বসুনিয়া, সদস্য সাইদুর রহমান জয় প্রমুখ।
অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, পৌর নাগরিকদের সঠিক সেবা নিশ্চিত করতে পৌর কর্মকর্তা-কর্মচারীরা সব সময় কাজের মধ্যে থাকেন। নিজের পরিবার পরিজনের থেকে কর্মকর্তা কর্মচারীরা পৌর নাগরিকদের সেবার প্রতি গুরুত্ব দেন বেশী।
এতসব কাজ করার পরেও পৌর কর্মকর্তা-কর্মচারীরা অবহেলিত। এটা সরকারের এক ধরণের প্রতারণার সামিল। তাই অবিলম্বে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন রাজস্ব খাত থেকে প্রদান করার দাবী জানানো হয়। তাদের এ দাবি আগামী তিন দিনের মধ্যে মানা না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে দেশের সকল পৌরসভায় নাগরিক সেবা বন্ধ করে দেয়ার হুশিয়ারি উচ্চারন করেন বক্তারা।