বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন

লালমনিরহাটে ছাত্রদল সদস্য সচিবসহ গ্রেফতার ১৬

লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাটের হাতীবান্ধায় ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব ও জামায়াত-শিবিরের ৩ নেতাসহ ১৬জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব জাহিদ (৩০), একই ইউনিয়নের ছাত্রশিবিরের সাথী ফারুক হোসেন (২৮) ও কালীগঞ্জ উপজেলা জামায়াতের রোকন আব্দুর রশিদ (৪৫)।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মঙ্গলবার রাতে হাতিবান্ধা উপজেলার ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব জাহিদ হাসানকে অডিটোরিয়াম মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। একই সময় উপজেলা শিবিরের সাথী ফারুক হোসেনকে সিঙ্গিমারী গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অপর একটি দল হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে কালিগঞ্জ থানা জামায়াতের রোকন আব্দুর রশিদকে গ্রেফতার করেন।

এছাড়াও জেলার বিভিন্ন এলাকা থেকে আরও ১২জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। দুপুরের পর তাদের জেল হাজতে প্রেরন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com