শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন

লালমনিরহাটে ছাত্রদলের সভাপতিসহ গ্রেফতার-৫

লালমনিরহাট প্রতিনিধিঃঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রদল সভাপতি শরিফুল ইসলামসহ ৫ বিএনপি ও জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। ৩ ফেব্রুয়ারী শনিবার দিনভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
গ্রেফতারকৃর্তরা হলেন, হাতীবান্ধা উপজেলা ছাত্রদল সভাপতি শরিফুল ইসলাম, হাতীবান্ধা উপজেলা টংভাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, হাতীবান্ধা উপজেলা জামায়াতের নিরাপত্তা বাহিনীর সদস্য আহম্মেদ শরীফ, কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া ও লালমনিরহাট সদর বিএনপি’র কর্মী মজনু আলী।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, বিজয় দিবসের মারামারির ঘটনায় সদর থানায় দুইটি মামলা হয়েছে। সেই মামলায় শরিফুলকে বৈশাখী হোটেলের গেট ও আহম্মদ আলী তার দোকানের পাশ থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আরো মামলা আছে কি না তা খুঁজে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com