শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন
মোশারফ হোসেন, হাতিবান্ধা (লালমনিরহাট)প্রতিনিধি:: লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় বিভিন্ন মামলা সুত্রে চলছে বিএনপি ও জামায়েতইসলামি নেতাদের গ্রেফতার ।৩ফেব্রুয়ারী শনিবার দিন ও রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে ৬ জন বিএনপি-জামায়াতের নেতাকে আটক করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃর্তরা হলেন, হাতীবান্ধা উপজেলা ছাত্রদল সভাপতি শরিফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক সবুজ, হাতীবান্ধা উপজেলা টংভাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, হাতীবান্ধা উপজেলা জামায়াতের নিরাপত্তা বাহিনীর সদস্য আহম্মেদ শরীফ, কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া ও লালমনিরহাট সদর বিএনপি’র কর্মী মজনু আলী।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, সুনিদিষ্ট অভিযোগে ভিত্তিতে আটককৃর্তদের গ্রেফতার দেখানো হয়েছে। তাদের ইতোমধ্যে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।