শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন

লালমনিরহাটের বর্ষিয়ান সাংবাদিক মজনু আর নেই

লালমনিরহাটের বর্ষিয়ান সাংবাদিক মজনু আর নেই

লালমনিরহাট প্রতিনিধি:: উত্তর জনপদের গণমানুষের প্রতিনিধি, সময় টেলিভিশনের সাবেক সিনিয়র সংবাদকর্মী ও আশির দশকের দৈনিক বাংলা বাজার পত্রিকার তুখোড় সাংবাদিক মোফাখখারুল ইসলাম মজনু আর নেই।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানী ঢাকা আগারগাঁওয়ের নিউরো সাইন্স হসপিটালে ভোর ৪টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি দুই সন্তান, স্ত্রী ও অসংখ্য অনুগ্রাহী রেখে যান। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

জানা যায়, আশির দশকে রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানল পত্রিকা দিয়ে মোফাখখারুল ইসলাম মজনুর সাংবাদিকতা শুরু। দীর্ঘদিন দৈনিক দাবানল পত্রিকায় লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পর ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং বাংলা বাজার পত্রিকায় কাজ শুরু করেন তিনি। পরে সিএসবি টিভি চ্যানেলের মাধ্যমে টেলিভিশন সাংবাদিকতা শুরু। এরপর দীর্ঘদিন সময় টিভিতে সুনামের সাথে দায়িত্ব পালন করে। ষাট বছর বয়স হওয়ায় সময় টিভি থেকে বিযুক্ত হয়। সর্বশেষ সবুজ বাংলা নামের ঢাকা থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকায় কাজ করতেন।

সাংবাদিক মোফাখখারুল ইসলাম মজনু লালমনিরহাট জেলা শহর থেকে প্রকাশিত সাপ্তাহিক লালমনিরহাট বার্তা নামের একটা পত্রিকা বের করেছিলেন। যদিও পত্রিকাটি পরে আর রেজিষ্ট্রেশন পায়নি। পরবর্তীতে একই নামে লালমনিরহাটের আরেক সিনিয়র সাংবাদিক এসএম শফিকুল ইসলাম কানু পত্রিকাটির রেজিষ্ট্রেশন নিয়ে পত্রিকা প্রকাশ করেন।

মোফাখখারুল ইসলাম মজনু লালমনিরহাট প্রেসক্লাবের পরপর দুবারের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি একজন সহজ সরল ও সাদা মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার এই সাদা মনমানুষিকতার জন্য জেলাবাসীর মাঝে চিরদিন বেচে থাকবেন। তাঁর এই মৃত্যুতে প্রেসক্লাব লালমনিরহাট, জেলায় কর্মরত সকল সাংবাদিক ও জেলাবাসী গভীরভাবে শোকাহত।

আমরা তার বিদেহি আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

ঢাকায় নামাজে জানাযা শেষে মরহুমের লাশ সকাল ১০টায় ঢাকা থেকে রওয়ানা হয়ে লালমনিরহাটের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। বাদ মাগরিব নামাজে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com