শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫১ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:: দুই সপ্তাহ আগেই যৌন নির্যাতনের প্রতীকি প্রতিবাদে গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ড অনুষ্ঠানের লাল গালিচায় কালো পোশাকের ঢেউ তুলেছিলেন হলিউডের চলচ্চিত্র তারকারা।
রোববার রাতে লসএ্যাঞ্জেলসে ২৪তম স্ক্রিন এ্যাক্টরস গিল্ড এ্যাওয়ার্ডে সেই তারকরা ফিরলেন ঝলমলে জৌলুসপূর্ণ পোশাকে। হ্যালি বেরি, মারগট রবি, নিকোল কিডম্যানসহ চলচ্চিত্র তারকাদের মোহনীয় ভঙ্গী লাল গালিচায় সাংস্কৃতিক ঐতিহ্যের নবতর আরেক ধারা যেন। ডেইলি মেইল