সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:: লস এঞ্জেলেস টাইমস ও স্যান ডিয়েগো ইউনিয়ন-ট্রিবিউন পত্রিকা দুটি কিনতে যাচ্ছেন ধনকুবের প্যাট্রিক সুন-শিয়ং। এ বিষয়ে কথাবার্তা প্রায় পাকাপাকি হয়েছে বলে বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে।
জানা গেছে, ৫০ কোটি মার্কিন ডলারের এ সংক্রান্ত চুক্তি সম্পাদিত হলে লস এঞ্জেলেস টাইমস স্থানীয় মালিকানায় ফিরে যাবে। এর ফলে, শিকাগোর কর্পোরেট মালিক প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিনের তিক্ত সম্পর্কের অবসান ঘটবে। আর স্যান ডিয়েগো ইউনিয়ন-ট্রিবিউনও মালিক হিসেবে পাবে প্যাট্রিক সুন-শিয়ংকে।
এদিকে, পত্রিকার নীতি-কৌশলেও আসবে বড় ধরনের পরিবর্তন। ‘ব্রান্ড নেম’ হিসেবে লস এঞ্জেলেস টাইমস নতুনভাবে আত্মপ্রকাশ করবে। আর কর্পোরেট প্রবৃদ্ধিতে তা নতুন করে অবদান রাখবে।
তবে, এ ব্যাপারে বর্তমান কর্পোরেট মালিক ‘ট্রংক কোম্পানি’ এবং ধনকুবের সুন-শিয়ং দু’পক্ষই এ মুহূর্তে কিছু বলছে না। বিশ্বস্ত দুটি সূত্র জানাচ্ছে, চুক্তির খুঁটিনাটি নিয়ে শেষ মুহূর্তের দরকষাকষি চলছে দু’পক্ষের মধ্যে।
তথ্যসূত্র: এপি