শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন সস্ত্রীক মির্জা ফখরুল

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন সস্ত্রীক মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:: যুক্তরাজ্য সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিবের সফর সঙ্গী হিসেবে তার সহধর্মিণী মিসেস রাহাত আরা বেগম সাথে রয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকালে ৮টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন তিনি।

এর আগে, সকাল ৭টা ১৭ মিনিটে বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল করিব বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাজ্যে ১০ দিন থাকার পর আগামী ১১ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিএনপি মহাসচিবের।

লন্ডনের এই সফরে বিএনপির বিভিন্ন দলীয় অনুষ্ঠানের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল। দেশের চলমান পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের সংস্কারের অগ্রগতি, আগামী নির্বাচনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বিএনপির এই দুই শীর্ষ নেতার মধ্যে।

জানা গেছে, মহাসচিবের এই সফরের পরই চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন। পরে সেখান থেকে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রেও যেতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com