মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন

রোহিঙ্গা শিবিরে এইডস আক্রান্ত সংখ্যা বেড়ে ১৪০, মৃত্যু ২

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে মরণব্যাধি এইচআইভি বা এইডসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪০ এ দাঁড়িয়েছে। এর মধ্যে দুজন মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ আজ শনিবার (২৭ জানুয়ারি) একজনের মৃত্যু হয়।

১৪০ জনের মধ্যে ৭৪ জনই নারী। এছাড়া ছেলে শিশু ১১ ও কন্যাশিশু ১০ জন বলে এ প্রতিবেদককে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. আয়েশা আক্তার।

এদিকে, মিয়ানমারে জনসংখ্যা পাঁচ কোটি ২০ লাখের মধ্যে এইচআইভি বা এইডস নিয়ে বসবাসকারী দুই লাখ ৩০ হাজার বলে তথ্য আছে জাতিসংঘের এইডসবিষয়ক সংস্থা ইউএনএইডসের কাছে। এ হিসাবে বাংলাদেশে আশ্রয় নেয়া ১০ লাখ রোহিঙ্গার মধ্যে এইচআইভি বা এইডস নিয়ে বসবাসকারী রোহিঙ্গার সংখ্যা প্রায় সাড়ে চার হাজার।

ইউএনএইডসের সর্বশেষ তথ্য বলছে, ২০১৬ সালে বাংলাদেশে নতুনভাবে দেড় হাজার মানুষ সংক্রমিত হয়েছিল, মিয়ানমারে ১১ হাজার।

এইচআইভি সংক্রমিত রোহিঙ্গা শনাক্ত করা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সরকারের জাতীয় এইডস/এসটিডি নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. ইহতেশামুল হক চৌধুরী বলেন, জাতিসংঘের এইডসবিষয়ক পরিসংখ্যানের তথ্য উদ্বেগজনক।

আক্রান্তরা ২ থেকে ৫৫ বছর বয়সী উল্লেখ করে কক্সবাজারের সিভিল সার্জন ডা. আবদুস সালাম জানান, প্রথমদিকে রোহিঙ্গাদের এইডস পরিস্থিতি নিয়ে যে পরিমাণ চিন্তিত ছিলাম, এখন সে পরিমাণ চিন্তা নেই। কেননা, সবাইকে সঠিক চিকিৎসার আওতায় আনা হয়েছে, ওষুধ পর্যাপ্ত আছে। তাদের সেবায় আছে প্রচুর স্বাস্থ্যকর্মী। স্থানীয় মানুষকেও সচেতন করার কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com