শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন

রোববার সকাল ১০টায় আখেরি মোনাজাত

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: টঙ্গীর তুরাগ নদীর তীরে ৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আজ শনিবার দ্বিতীয় দিন। শুক্রবার থেকে শুরু হওয়া শেষ পর্বের এই ইজতেমা আগামীকাল রােববার সকাল ১০টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার মুরুব্বি মো. গিয়াস উদ্দিন।

এদিকে, আজ বাদ ফজরের বয়ান দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় দিন। বাংলাদেশের মাওলানা মোহাম্মদ হোসেনের বয়ানের মধ্য দিয়ে এ দিনের কার্যক্রম শুরু হয়। ইজতেমায় অংশ নেয়া কয়েক লাখ মুসল্লি শামিয়ানার নিচে অবস্থান করে ইসলামের আমল, আকিদা ও করণীয় বিষয়ে বয়ান শুনছেন।

আগামীকালের আখেরি মোনাজাত উপলক্ষে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।

গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ জানান, মুসল্লিদের নিরাপত্তায় সাত হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এই নিরাপত্তা আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত থাকবে। রোববার ভোর থেকে শুরু করে মোনাজাত শেষ হওয়া পর্যন্ত এয়ারপোর্ট থেকে জয়দবেপুর চৌরাস্তা এবং আব্দুল্লাহপুর থেকে বাইপাস পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com