শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন

রূপগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা ও গুলির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা ও গুলির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রূপগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ ও নয়া দিগন্তের সাংবাদিক মীর শফিকুল ইসলামের উপর অতর্কিত হামলা, গুলি ও নির্যাতনের প্রতিবাদে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন রূপগঞ্জের কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন রূপগঞ্জ প্রেসক্লাব, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, আড়াইহাজার প্রেসক্লাব, সোনারগাঁ প্রেসক্লাব ও ডেমরা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দরা।

বক্তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন।

আন্দোলনকারী সাংবাদিকদের দাবি অতি দ্রুত রূপগঞ্জে অবৈধ অস্ত্রধারী এ সকল সন্ত্রাসীদের আটক ও অস্ত্র উদ্ধার করতে হবে। এ সকল অবৈধ অস্ত্র উদ্ধার না হলে তারা এলাকার নিরীহ মানুষের উপর ব্যবহার করবে। তাই এ সকল অবৈধ অস্ত্রধারীদের আইনশৃঙ্খলা বাহিনী যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধার করতে হবে বলেও দাবী করেন।

এ সময় বক্তব্য দেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলিম ও রূপগঞ্জ প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা আলম হোসেন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, যমুনা টিভির সাংবাদিক জয়নাল আবেদীন জয়, ৭১ টিভি সাংবাদিক রিয়াজ খান, আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি হারাধন মজুমদার নিউজ ২৪ এর সাংবাদিক ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক জাহাঙ্গীর মোঃ হানিফ সহ আরো অনেকে। এসময় এলাকার শতশত সাধারন মানুষ ছাড়াও দুই শতাধিক বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধনে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com